৫১তম রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীকে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের দল ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ (জিওপি)’। নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ খবর নিশ্চিত করেছে।
জানা যায়, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন পুনর্বিবেচনা করার অনুরোধ করেন নুর। নিবন্ধন শর্ত পূরণ করায় দলটিকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন নম্বর হবে-৫১। দলটির প্রতীক ট্রাক।
নিবন্ধন পেলে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।
সোববার সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। তারা প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন।
এরআগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে নির্বাচন কমিশনের নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ে গণ অধিকার পরিষদ। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ওই আবেদন পুনর্বিবেচনা চায় দলটি।
গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে নিবন্ধনের বিষয়টি পুনর্বিবেচনার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানান দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ।
আবু হানিফ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি না হওয়ায় তাদের দলের নিবন্ধন দেওয়া হয়নি।
এখন তারা বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আদালতে যাওয়ার আগে নিবন্ধের আবেদন পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল গণ অধিকার পরিষদ। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তাদের নেতাকর্মীরা। আন্দোলন শুরুর কয়েক দিন পর দলের সভাপতি নুরুল হক নুর গ্রেফতারও হয়েছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি