মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর সাথে মতবিনিময় করেছেন সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ৮ টায় সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জলিলস্থ আসলাম চৌধুরীর বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসয়ম সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম কে মনিরের নেতৃত্বে সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান৷ পরে আসলাম চৌধুরীর সাথে আলোচনায় মিলিত হন তারা।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন সভাপতি সুলাইমান মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক এম কে মনির। এসয়ম তারা গত ১৫ বছর আওয়ামী দু:শাসনের যাঁতাকলে পড়ে লেখালেখির স্বাধীনতা হারানোর পাশাপাশি মামলা, হামলা আর হয়রানিতে নিজ এলাকা ছাড়া হওয়ার কথা জানান৷ সেইসাথে ডজন ডজন মিথ্যা মামলায় দীর্ঘ দিন ধরে কারাগারে থাকার দুঃসহ স্মৃতি তুলে ধরেন সাংবাদিক নেতারা।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সুলাইমান মেহেদী হাসান বলেন, বিগত ১৫ বছর ধরে আমাদের অবাধ ও মুক্ত গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। কথা বলতে দেওয়া হয়নি। সংগঠন করতে দেওয়া হয়নি। মানুষের পাশে দাঁড়াতেও দেওয়া হয়নি। মামলা দিয়ে হামলা করে আমাদের দমানোর চেষ্টা করা হয়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের অসহায় পরিবার। এমনকি আমরা দুর্নীতি, অনিয়ম ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সংবাদ লিখা শুরু করলে স্বার্থ সিদ্ধির জন্য সাংবাদিক নামধারী একদল দুর্বৃত্ত আমাদের উপর হায়েনার মতো পিছু লেগেছে। অগ্নি সন্ত্রাসী, রাষ্ট্রদ্রোহী এমন ট্যাগ দিয়ে তারা আমাদেরকে হেনস্তা করেছে। এখনও স্বৈরাচারের দোসররা সক্রিয়।
লায়ন আসলাম চৌধুরী বলেন, আপনাদের মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় আমি কাজ করব। আমি অন্যায় করলে আমার বিরুদ্ধেও লিখবেন৷ আমাকে প্রশ্ন করবেন, ভুল ধরিয়ে দিবেন৷ কেউ অন্যায় করলে আমাকে জানাবেন। আপনাদের মাধ্যমেইতো আমরা জানব। তিনি বলেন, সাংবাদিকরা গণমানুষের কথা বলবেন। তাদেরকে আমরা সর্ব্বোচ্চ সহযোগিতা করব।
মত বিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, ইমাম হোসেন ইমন, আশরাফুল ইসলাম শাহীন, জাহিদুল ইসলাম রুমন, শাহাদাত হোসেন, আশ্রাফুল ইসলাম শাহেদ, শাহ ইমরান শাহিন ও জামশেদ হোসেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি