* সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়নে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলা যুবদলের আহবায়ক এখলাচ হোসেন ও সদস্য সচিব বিল্লাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৬ আগস্ট রাতে বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাস জেলা বিএনপি ও যুবদল বরাবর একটি লিখিত অভিযোগ করেন। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন, বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক কবির হোসেন ও সাবেক সদস্য নন্টু হোসেন।
লিখিত অভিযোগ বিএনপি নেতা ফিরোজ বিশ্বাস জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ব্যক্তিদল ভারি করতে তৎপর বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন। তার বিরুদ্ধে বিএনপিতে অনুপ্রবেশ, অনুপ্রবেশকারীদের নিয়ে নৈশভোজসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট নানা অভিযোগ রয়েছে।
এর প্রতিবাদ করায় গত ২৫ আগস্ট বিকেলে তপনের নির্দেশে যুবদলনেতা কবীর হোসেন, নন্টু হোসেন, বাবুল, জাহাঙ্গীর, বিএনপি নেতা মেহের আলীসহ অনুপ্রবেশকারীরা পুলেরহাট বাজারে সংঘবন্ধ হয়। এ সময় তাদের অতর্কিত হামলায় বন্দবিলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ফিরোজ বিশ্বাস,
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাসহ কয়েকজন রক্তাক্ত জখম হন। এর মধ্যে গুরুতর আহত ফিরোজ ও আব্দুল হালিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব বিল্লাল হোসেন।
তিনি জানান, যারা দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে তারা দলের কেউ না। তার দায়ভার দল কখনোই নেবে না। চাঁদাবাজি, লুটপাট, জমিদখল, ভাঙচুরসহ যেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি