সাঈদ ইবনে হানিফ, কালের খবর : সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ, এই স্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার বাঘারপাড়ায়আহ্বানে ১১ আগষ্ট দুপুরে যশোরের বাঘারপাড়া উপজেলা সংলগ্ন চৌরাস্তার মোড় এলাকায় দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের আওতায় বাঘারপাড়া উপজেলার পিএফজি কমিটির উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এই মানববন্ধনে শিক্ষার্থী , সুশীল সমাজ, শিক্ষক , ব্যাবসায়ী, সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন । এসময় নতুন প্রজন্মের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা কে অক্ষুন্ন রাখতে চলমান পরিস্থিতি মোকাবেলায় স্বচেতন থাকার পাশাপাশি, সব ধরনের সংঘাত সহিংসতা পরিহার করে শান্তি ও সম্প্রীতির আহবানে
বক্তব্য উপস্থাপন করেন, দশম শ্রেণীর ছাত্র নেতৃত্ব মারিয়াম খাতুন, বাঘারপাড়া পিএফজি এর কোঅর্ডিনেটর জনাব ইকরামুল কবির মিঠু, পিস এ্যাম্বাসেডর অধ্যক্ষ জনাব মো: মোস্তাক মোর্শেদ, স্থানীয় প্রতিনিধি জনাব আবু দাউদ, সেলিম রেজা, মাসুদ আলম টিপু। দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের পক্ষ থেকে বক্তব্য রাখেন, জনাব এস, এম, রাজু জবেদ। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামিলিগের পিস এ্যম্বাসেডর প্রণয় কুমার সরকার, বিএনপির পিস এ্যাম্বাসেডর আবু তাহের সিদ্দিকি, দিলরুবা পারভিন, হাফিজুর রহমান, ওয়াইপিএজির ছাত্রদলের সহসমন্বয়ক সায়মন সিদ্দিকি , নুসরাত জাহান মৌমি এবং শিক্ষার্থী সহ অন্যান্য ব্যাক্তিগণ। সার্বিক তত্বাবধানে ছিলেন, পিএফজি সদস্য অজয় কুমার, রিনা খাতুন , সাঈদ ইবনে হানিফ, এবং ওয়াইপিএজির মোস্তফা আমির ফয়সাল ও রিয়াজ হোসেন এবং এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব মো: আশরাফুজ্জামান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন,
একটি স্বাধীন দেশে সকলের স্বাধীনভাবে বসবাস করার নাগরিক অধিকার রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠিগত সহিংসতা বৃদ্ধি পেয়েছে যা কোনভাবে কাম্য নয়। বিশেষ করে সংখ্যালঘুদের মন্দির, ঘরবাড়ি পোড়ানো ও সম্পদের ক্ষয়ক্ষতি একটা জাতি বা সমাজের জন্য খুবই ক্ষতিকর দিক বলে গন্য হয়। এছাড়া শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সাম্প্রতিক ছাত্র সমাজের বিজয়কে অভিনন্দন জানানো হয় এবং নোবেল বিজয়ি ড. ইউনুস এর মাধ্যমে অন্তরর্বতী সরকারকে স্বাগত জনানো হয় এবং পরবর্তিতে সাধারন জনগণ যাতে হয়রানির স্বীকার না হয় সেজন্য আহ্বান জানানো হয় । মানববন্ধনের মাধ্যমে স্বাধীনতার সূর্য সন্তান আবু সাঈদ , মুগ্ধ সহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে একই সাথে সকল আহতদের সুস্থতা প্রার্থনা করা হয় এবং সহিংসতা নিরসন ও শান্তি স্থাপনে দল মত নির্বিশেষে বাঘারপাড়ার সকল জনগনকে সাথে নিয়ে জনগনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও গনতান্ত্রিক অধিকার বিষয়ে মানববন্ধন এর মাধ্যমে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়, যার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকলে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার পদক্ষেপ গ্রহন করবে বলে জনগনের প্রতি প্রত্যাশা ব্যাক্ত করা হয়। মানববন্ধন শেষে স্থানীয় প্রতিনিধিদের সাথে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, হোসনে আরা তান্নি এর সাথে সহিংসতা নিরসনে ও শান্তি স্থাপনে পরবর্তিতে কার্যক্রমের পদক্ষেপ সম্পর্কে মতবিনিময় করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি