নরসিংদী প্রতিনিধি, কালের খবর :
দৈনিক স্বাধীন সংবাদের সহকারী সম্পাদক শফিকুল ইসলাম রিপন সভাপতি ও আনন্দ টিভির নরসিংদী প্রতিনিধি মনিরুজ্জামান মনির নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে নরসিংদীর নাগরিয়াকান্দি এলাকার টপটেন লাউঞ্জ রেস্টুরেন্টে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে সংগঠনের সমন্বয়ক মকবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান নির্বাচন কমিশনার বাবু মাখন দাস, মোহাম্মদ আল-আমিন রহমান, সভাপতি পদে শফিকুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামানকে বিজয়ী ঘোষণা করেন। পরে সকলের মতামতের ভিত্তিতে আগামী ২০২৪-২০২৬ দুই বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এর আগে সকাল এগারোটায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আল-আমিন রহমান প্রধান অতিথি, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু মাখন দাস প্রধান আলোচক ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও সমকাল নরসিংদী প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা, বার্ষিক আয়-ব্যায় রিপোর্ট পেশ ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন ও বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি পদে দৈনিক রুপালী বার্তার নরসিংদী প্রতিনিধি টুটুল শিকদার, যুগ্ম সম্পাদক পদে দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার এম ওবায়েদুল কবির, দৈনিক সময়ের আলো পত্রিকার নরসিংদী প্রতিনিধি অজয় কুমার সাহা, অর্থ সম্পাদক পদে আমরা নরসিংদী বাসী পত্রিকার সম্পাদক তৌহিদুর রহমান (তৌকির), সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক প্রথম প্রহর পত্রিকার নির্বাহী সম্পাদক শফিউদ্দিন খন্দকার, দপ্তর সম্পাদক পদে সাপ্তাহিক খাসখবর পত্রিকার নির্বাহী সম্পাদক কাজী রুনা লায়লা, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বেলাব প্রতিনিধি মেরাজুল ইসলাম ভূঁইয়া মাছুম।
কার্যকরী সদস্য নির্বাচিত হন দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক মাহবুব আলম লিটন, দৈনিক সমকাল শিবপুর প্রতিনিধি আসাদুজ্জামান, দৈনিক আমাদের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাদল, দৈনিক খবরপত্র পত্রিকার রায়পুরা প্রতিনিধি মনিরুজ্জামান, নরসিংদীর খাসখবর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কাশেম।
পরে কেক কেটে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন করা হয়।
এসময় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি