কালের খবর ডেস্ক : বিশ্বের সবচেয়ে ছোট পেনসিল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের এক লোক। তার নাম প্রকাশ চন্দ্র উপধ্যায়া। তিনি ভারতের উত্তরখণ্ড রাজ্যের বাসিন্দা। তিনি পেশায় একজন চিত্রশিল্পী।
কাঠের ছোট্ট্ একটা টুকরো দিয়ে তিনি ওই পেনসিলটি বানিয়েছেন। এটি লম্বায় মাত্র ৫ মিলিমিটার এবং চওড়ায় ০.৫ মিলিমিটার। এটি বানাতে তার সময় লেগেছে তিন থেকে চারদিন।
ধারণা করা হচ্ছে প্রকাশ চন্দ্রের বানানো এ পেনসিলটি বিশ্বের সবচেয়ে ছোট পেন্সিল। ইতিমধ্যে অ্যাসিস্ট ওয়ার্ল্ড রেকর্ডস রিসার্স ফাউন্ডেশন (এডব্লিওআরআরএফ) এটিকে বিশ্বের সবচেয়ে ছোট পেনসিল হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এখন পর্যন্ত তাকে স্বীকৃতি দেয়নি গিনেস বুক। আনুষ্ঠানিকভাবে ওয়ার্ল্ড রেকর্ড তৈরির অপেক্ষায় রয়েছেন প্রকাশ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি