মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমল আলী রোডে মেহেদী হাসান (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুনের ঘটনায় সাদিকুর রহমান (২৬) ও মো. হাফিজুল ইসলাম (২৬) নামে ২ জনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন।
গ্রেপ্তার ২ আসামি হলেন—পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার তেলিকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২৬) এবং একই জেলার সদর থানার পোরগোলা গ্রামের সর্দার বাড়ির মো. হাশেম শেখের ছেলে মো. হাফিজুল ইসলাম (২৬)। এদের মধ্যে বর্তমানে সাদিকুর ইপিজেড থানার আকমল আলী রোডের হোয়াইট হাউস এবং হাফিজুল সিমেন্ট ক্রসিং জানু সওদাগরের দোকান সংলগ্ন লায়লা ভবনের বাসিন্দা।
ওসি মোহাম্মদ হোছাইন বলেন, গত বৃহস্পতিবার রাতে ইপিজেড থানার আকমাল আলী রোড এলাকায় পোশাকশ্রমিক সাদিকুর ও রমজান মারামারিতে জড়ায়। মাত্র ১ হাজার টাকা পাওনা আদায়ের জেরে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সেখানে রিকশা নিয়ে বাসায় ফেরার পথে তাদের হামলার মধ্যে পড়ে যায় পথচারী মেহেদী হাসান। ছুরিকাঘাতে ঘটনাস্থেলই প্রাণ হারায় মেহেদী হাসান।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর প্রথমে আমরা আসামি সাদিকুরকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে হাফিজুর রহমানকেও গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তার আমাদের অভিযান চলমান রয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি