মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, কালের খবর :
চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে বাঁশখালী থানা এলাকা থেকে সিআর-২২/১৮, (ইপিজেড), ধারা-এন.আই এ্যাক্ট ১৩৮ সংক্রান্তে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাপুল কান্তি দে, কে গ্রেফতার করা হয়।
ইপিজেড থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ হোছাইন সাংবাদিকদের জানান, সিএমপি ইপিজেড থানার অভিযানে ১৫ মার্চ ২০২৪ খ্রিঃ
এএসআই (নিঃ) মোঃ মাহাবুব আলম, ও এএসআই (নিঃ) আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পালাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম-ঠিকানাঃ সাপুল কান্তি দে, পিতা-সাধন চন্দ্র দে, মাতা-রতনা রানী দেবী, সাং-তালতলা সেইলর্স কলোনীর শেষ মাথার বাসা, ব্যবসায়ীক ঠিকানা-মহাজনঘাটা স্টিল মিল বাজার, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইয়াছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি