মোঃ কবির হোসেন
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়ীয়া, কালের খবর :
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলা পৌরসভার আলিয়াবাদে (১৫/০২) বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলে পৌরসভার আলিয়াবাদে সরকারি খালে মাটি ফেলে বেক্তি গত স্বার্থে কালভার্ট নির্মাণের চেষ্টা করায় গোলাম মোঃ সোহেল রানা নামক এক ব্যক্তিকে ১.৫০.০০০/ এক লহ্ম পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়,এবং স্থাপনা ভেঙ্গে ফেলা হয় ও মাটি অপসারণ করা হয়। বাকি মাটি সরিয়ে পূর্বের নেই করা হবে বলে মুশলেকা নেওয়া হয়। অপরদিকে নবীনগর পৌরসভার বিজয় পাড়ায় নরসিংহ পুর রোড সংলগ্ন জলধারা ভরাট করে ভালো ফেলার দায়ে সফিক মিয়া নামক এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০.০০০/ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এবং পাইপ সমূহ বিনষ্ট করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫অনুযায়ী দুই ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান,সহযোগিতা করে নবীনগর থানা পুলিশ তিনি বলেন উপজেলার বিভিন্ন জায়গায় একটি চক্র অবৈধভাবে সরকারি খালে কালভার্ট নির্মাণ ও জলাধার ভরাট করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তিনি এই অভিযান পরিচালনা করেন ও জনসম্মুখে পাইপসমূহ বিনষ্ট করা হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি