৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কবিতা ৷৷৷৷৷৷৷৷৷৷৷
কতগুলো ফুল ফুটলে বাসর হয়
কতটা আলো একত্রে হলে পূর্ণিমা হয়
আমি তা জানি না
তাইতো তোমার কাছে আসতে পারি না।
কতগুলো বসন্ত এক হলে
পাখি গান গায়
কতটা কাছে এলে দুটি হৃদয়ে
ভালোবাসা হয়।
আমি তা জানি না
তাইতো তোমায় ভালোবাসতে পারি না।
কতটা ঢেউ হলে জলে
সমুদ্র তারে কয়?
কতটা সাধনা করে
সেতারে সুর সেধে রয়
আর তা জানি না।
তাইতো তোমার গান শুনতে পারি না।
কতটা সুবাস ছড়ালে পরে
গোলাপ ফুটে বনে
কতটা পরশ পেলে
তুমি আস মনে
আমি তা জানি না
তাইতো তোমায় ভালোবাসতে পারি না।
নাসরিন জাহান
তাং ২৩-০১-২৪ইং
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি