মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর : প্রিয় দেশবাসী ‘দৈনিক কালের খবর পত্রিকা পরিবারের পক্ষ থেকে সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা। আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে আরো জানাচ্ছি ‘ দৈনিক কালের খবর ’পত্রিকাটি সম্পাদক এম আই ফারুক সরদার এর পরিচালনায় এক ঝাক তরুন সৎ, সাহসী, অভিজ্ঞ সংবাদ কর্মীর মাধ্যমে পরিচালিত হয়ে আসছে।
নতুন বছরে নতুন উদ্যমে আরো নতুনত্ব নিয়ে আপনাদের চতুর পার্শ্বের নানা ঘটনা তথা,- অনিয়ম-ঘূষ-দূর্নীতি, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, উচ্ছাস-অগ্রগতী, উন্নয়ন, সমস্যা, শিল্প, কৃষি, বানিজ্য, স্বাস্থ্য-চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, অর্থিনীতি, রাজনীতি, সমাজনীতিসহ নানা বিষয়গুলো তুলে ধরতে আমরা বদ্ধ পরিকর।
বিগত বছরের আনন্দ- বেদনা, সুখ-দুঃখ যেভাবে ভাগাভাগি করে নিয়েছি তেমনি নতুন বছরেও তার ব্যপ্তয় ঘটবেনা। বিগত দিনগুলোতে আপনারা আমাদের পত্রিকাটির পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও আপনারা ‘ দৈনিক কালের খবর পত্রিকার পাশে থেকে সহযোগীতা করবেন সেই প্রত্যাশা করছি।
নতুন বছর মানে নতুন কিছু, আমাদের প্রতিটি বছরে’ই সুখঃ ও দুঃখ মিলিয়েই কাটিয়ে থাকি। হ্যাপি নিউ ইয়ার মূলত সারা বিশ্বে পালন করা হয়, বাংলা সন বা বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আমরা প্রতিবছরের ১লা পহেলা বৈশাখ বাংলা শুভ নববর্ষ পালন করি।
আগামী বছরগুলোতে যেন ভালো সংবাদ পরিবেশনে আপনাদের পাশে থাকতে পারি তা প্রত্যাশা করছি।
দেশবাসীকে আবারো ‘দৈনিক কালের খবর পত্রিকা পরিবারের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।
মোঃ আশরাফ উদ্দীন
প্রতিনিধি
সীতাকুণ্ড, চট্রগ্রাম
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি