মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. কালের খবর : নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনাসভা, সনদপত্র বিতরণ ও ঋণ নিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার ( ১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও শ্রাবণী রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উদ্যোক্তা হাবিবুর রহমান বক্তব্য রাখেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রশিক্ষণ প্রাপ্ত যুবরা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি