নবীনগর থেকে,মোঃ কবির হোসেন,কালের খবর :
অমর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও অান্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাটঘর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, নাটঘর ইউনিয়ন যুবলীগ,ছাএলীগ এবং অঙ্গ সংগঠন এর পক্ষ থেকে সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সকাল ১০ ঘটিকায় নাটঘর উচ্চ বিদ্যালয়ে ২১ শে ফেব্রুয়ারি অান্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক ও অালোচনা সভা অনুষ্টিত হয়।এসময় অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাব্দুল্লাহ স্যারের সভাপতিতে ও কেশব অাশ্চার্চ স্যারের সঞ্চালনায় বক্তব্য© রাখেন, নাটঘর ইউনিয়ন অাওয়ামীলীগ এর সংগ্রামী সভাপতি বীর মুক্তি যুদ্ধা অাব্দুল হক শাহ্ কালাচান।যুবলীগের সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম অালম।যুবলীগের সাবেক সভাপতি শাহজাহান। ৯ নং ওয়ার্ডের অাওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেম্বার জনাব অাবুল হাসান।কৃষকলীগের সাধারণ সম্পাদক অাবু কাশেম, অএ বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব মুস্তফা,শফিকুল ইসলাম,ফনিভূষণ বাবু,শুকুমার।এসময় অারো উপস্থিত ছিলেন, নাটঘর ইউনিয়ন ছাএলীগের সভাপতি পদপ্রার্থী হাবিবুর রহমান সুমন।ছাএলীগ নেতা জয়নাল অাবেদীন প্রমুখ।
কালের খবর /২১/২/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি