রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
মোঃ মুন্না হুসাইন,
তাড়াশ,সিরাজগঞ্জ, প্রতিনিধি, কালের খবর :
মহেরৌহালী উত্তর পাড়া জামে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন এলাকাবাসী ও মুসল্লিরা।
শুক্রবার ( ১৩ অক্টোবর ) মহেশরৌহালী উত্তর পাড়া জামে মসজিদের মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে থেকে লিখিত বক্তব্য রাখেন সামছুল হখ। তিনি বলেন, অবৈধ শক্তিধর নওগাঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,জয়েন ফকির,ওয়াব ফকির,ও গঞ্জেরসহ আরও অনেকেই গত ১৫ বছর যাবৎ জোরপূর্বক অবৈধভাবে এই মসজিদের স্বঘোষিত কমিটিতে রয়েছে।
তিনি মসজিদের নতুন কমিটি করার সুযোগ দিচ্ছেন না। কেউ কমিটি করতে গেলে তাদের বাধা দিচ্ছেন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে কিন্তু জামালসহ আর অনেকেই জোর করে গত ১৫ বছরের বেশি সময় ধরে মসজিদের পুকুর ও জমির টাকা আত্মসাৎ করে যাচ্ছেন।
তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তার রয়েছে পালিত অস্ত্রধারী ক্যাডার বাহিনী।
আছাদ আলী বলেন মহেরৌহালী উত্তার পাড়া জামে মসজিদের জায়গায় শুধু মসজিদের থাম গুলো ওঠানো রয়েছে কিত্মু ছাদ ডালাই হচ্ছে না টাকার অভাবে। প্রায় ১৫ বছরে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা, যা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল,জয়েন,ওয়াহাব,গঞ্জের ও আরও অনেকেই জোরপূর্বক করে আত্মসাৎ করেই চলেছে। এর ফলে মসজিদের ঈমাম ও খাদেমের প্রতিমাসের বেতন দিতে মুসল্লিদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। জয়েন জামাল গঞ্জেরের এই ঘৃণ্য কাজের কারণে মসজিদের উন্নয়ন সম্ভব হচ্ছে না। মসজিদের উন্নয়ন কাজে এলাকাবাসী এগিয়ে এলে জামাল ও জয়েন তাদের প্রাণনাশের হুমকি দেয়।
অন্যান্য বক্তারা বলেন, আজ আমরা এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা জামাল ও জয়েনের হাত থেকে মসজিদসহ এলাকাবাসীকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে রাস্তায় দাঁড়িয়েছি। এলাকাবাসী ও মসজিদের মুসল্লিরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সাহায্য কামনা করছি।