আহমেদ সাজু, সখীপুর, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার সোলাপ্রতিমা গ্রামের আয়নাল হকের ছেলে মো.ছানোয়ার (৩৩)কে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ই অক্টোবর) সোলা প্রতিমা এলাকায় আয়নাল মিয়ার বাড়ির কাছেই জঙ্গলে ইয়াবা সেবনরত অবস্থায় ছানোয়ার হাতেনাতে আটক করা হয়। জানা যায়,বৃহস্পতিবার ভোর আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ছানোয়ারকে ইয়াবাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে ছানোয়ারকে মাদক আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্জুরুল মোর্শেদ (সহ-কমিশনার ভূমি) মাদক ব্যবসায়ী ছানোয়ারকে তিন মাসের সাজা দেয়।
এবিষয়ে সখীপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মন্জুরুল মোর্শেদ বলেন,এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি