আন্তর্জাতিক ডেস্ক, কালের খবর : কাতারের রাজধানী দোহা নগরীতে ব্যারিস্টার জাকির আহাম্মদ-কে ব্যাপক গণসংবর্ধনা প্রদান করেন কাতারস্থ আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গতকাল ১ অক্টোবর,রবিবার রাত ৮ টায় রাজধানী দোহার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা।
কাতার ছাত্রলীগের সভাপতি মো:সেলিম সরকার জিসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শাহ আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মো:রাজ রাজিব,সিনিয়র সহ-সভাপতি মো: আবুল কাশেম,সহ-সভাপতি জনাব মহি উদ্দিন আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক মো:আল আমিন, কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জনাব জসিম উদ্দিন দুলাল,কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো:জাকির হোসেন বাবু,কাতার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো:হারুন অর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো:আব্দুল কাদের।
আরও উপস্থিত ছিলেন মো: বাবুল মিয়া,মো:রাসেল আহমেদ, মো:জুয়েল,আলামিন শেখ, মো:সুমন মিয়া,মো: নজরুল ইসলাম,সাখাওয়াত সাগর,অলি উল্লাহ,মো:ইসমাইল প্রমূখ।
সকল বক্তারা বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদকে একজন প্রবাসীবান্ধব ও শিক্ষাবান্ধব নেতা আখ্যায়িত করে তার বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
সংবর্ধিত অতিথি হিসেবে ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর দীর্ঘ আবেগঘন বক্তব্যে এমন বর্নাঢ্য আয়োজনে তাকে সংবর্ধনা প্রদান করায় কাতার প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।তিনি সারাজীবন প্রবাসীদের পাশে থাকারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।তার বক্তব্যের সময় উপস্থিত সকল দর্শক-শ্রোতাদের মুহুর্মুহু করতালি ও শ্লোগানে পুরো অডিটোরিয়াম প্রকম্পিত হয়ে উঠে।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর হাতে ক্রেস্ট ও ফুলের তোরা তোলে দেন প্রধান অতিথি জনাব মোঃ শাহ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য ব্যারিস্টার জাকির আহাম্মদ গত ১৮ সেপ্টেম্বর এক সংক্ষিপ্ত সফরে আমেরিকা,লন্ডন ও কাতার যান।
সৌদিআরবে পবিত্র ওমরাহ্ পালন শেষে আগামী ৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি