শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন
নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জ শাহজাদপুরে এই এই প্রথম জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, ও পিআইও মোঃ রাশেদুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।