কালের খবর: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি ঔপনিবেশিক শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা প্রাণ দিয়েছিলেন,সেই সব শহীদদের প্রতি প্রথমবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন হিজড়া জনগোষ্ঠী।
বুধবার ঢাকা শহরের ৯টি থানা থেকে শতাধিক হিজড়া প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান।
পার্বতী হিজড়া বলেন, আগেও বিচ্ছিন্নভাবে কেউ কেউ এসেছি।আনুষ্ঠানিকভাবে এবারই আমাদের প্রথম আসা।
২০১৩ সালে হিজড়াদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি দেয় সরকার।অবহেলিত এই জনগোষ্ঠী সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতেই এই স্বীকৃতি দেয়া হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি