সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
সাভারে কর্মরত সাংবাদিক জহিরুল ইসলামের উপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় যে সাংবাদিক জহিরুল ইসলাম সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় বাসার নিচে তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি পরিষ্কার করছিলেন। এমনতা অস্থায় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ওমর ফারুক চৌধুরী, মো: সালাউদ্দিন কাদের চৌধুরী এবং মো: হাবিবুর রহমান এসে আচমকা তার উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। ইট পাটকেল নিক্ষেপ করার কারনে গাড়ীর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং ২ নং বিবাদীর হাতে থাকা রডের আঘাতে বাম হাতে জখম হয়। তখন আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাকে জীবন নাশের হুমকি প্রদান করতে থাকে এবং বারবার তেড়ে আসে। এমতাবস্থায় সে চরম নিরাপত্তাহীন পরে সাভার থানার পুশিল কে জানালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হামলাকারীরা ও তাদের বাড়ীর নারী সদস্যরা পুলিশের উপর ও সাংবাদিক এনামুল হক শামিমের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অবস্থা বেগতিক দেখে সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম সাংবাদিককে সাভার মডেল থানায় নিয়ে যায়। এরপর থানার অভিযোগ দায়ের করেন। জহিরুল এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে তাকে বিভিন্ন ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও পায়তারা চলছে বলে জানান তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা বলেন আমরা অভিযোগ পেয়েছি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে হামলাকারীদের সাথে বার বার যোগাযোগ করেও তাদের৷ মন্তব্য নেয়া যায়নি।