আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর (কুমিল্লা), কালের খবর : ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে মাসুম সরকার (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। রোববার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরতর আহত ড্রেজার ব্যবসায়ী জামিরুল হক (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।
সরেজমিনে জানা যায়, দীঘদিন যাবত কামাল্লা গ্রামসহ আশ-পাশে ড্রেজার ব্যবসা করে আসছেন কামাল্লা গ্রামের জামিরুল হক ও রিফাত সরকার। কোন এলাকা থেকে কে ফসলি জমির মাটি উত্তোলন করবে এ নিয়ে ঐ দু’ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ চলে আসছে। এরমধ্যে গত শনিবার ড্রেজার ব্যবসায়ী জামিরুল হকের পাইপ ভাংচুর করে প্রশাসন। এ ঘটনা সন্দেহের তীর ছোড়েন রিফাত সরকার ও তার ভাই মাসুম সরকারের উপর। এক পর্যায়ে প্রকাশ্যেই হুমকি-ধমকি দেয় জহিরুল হক। হামলার ঘটনা আচঁ করতে পেরে রিফাত সরকারের ভাই মামুন সরকার শনিবার বিকেলে মুরাদনগর থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলেন।
গতকাল রোববার বিকেলে কামাল্লা মাদরাসা মাঠে খেলা দেখতে যাওয়ার পথে মাসুম সরকারের উপর হামলা করে জামিরুল হক, তার ভাতিজা রাসেল ও ফয়সাল। এ ঘটনার খবর পেয়ে মামুন সরকারের লোকজনও জামিরুল হক ও তার ভাতিজা রাসেলের উপর পাল্টা আক্রমন করে। হামলায় ঘটনাস্থলেই মামুন সরকার মারা যায় এবং অপর পক্ষের জামিরুল হক ও তার ভাতিজা রাসেল আহত হয়। এরমধ্যে গুরতর আহত জামিরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।
নিহত মাসুম সরকারের মা খোরশেদা বেগম ও ভাই মামুন সরকার বলেন, মাসুম সরকারকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয় জহিরুল হক। আত্মরক্ষায় শনিবার থানায় গিয়ে অভিযোগ করেছিলাম। ঘটনাস্থলে এসেও রহস্যজনক কারণে পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। খেলা দেখতে যাওয়ার পথে আমার ভাই মাসুম সরকারের উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে জামিরুল হকসহ তার ভাতিজা রাসেল ও ফয়সাল। হামলায় দেশীয় অস্ত্রসস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলেই আমার ভাই মাসুম সরকার মারা যায়।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, পূর্ব শত্রুতার জেরে খুন হলেন মাসুম সরকার। লাশ সূরতহাল করে থানা হেফাজতে আনা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি