সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া, কালের খবর :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৪ ( বাঘারপাড়া, বসুন্দিয়া, অভয়নগর) আসনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি হিসাবে অন্যান্যে প্রার্থীদের মত বাজার ঘাট পাড়া মহল্লায় জনসংযোগ করে চলেছেন সাবেক স্বচিব , বীরমুক্তিযোদ্ধা ও পুজা উদযাপন পরিষদের বাঘারপাড়া কমিটির সভাপতি সন্তোষ কুমার অধিকারী। এর অংশ হিসেবে তিনি গতকাল উপজেলার (ঘোষনগর - ঘুনী) বাজারে, রোস্তমপুর বাজার, জামালপুর, মাহমুদপুর বাজারের ব্যাবসায়ী এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ করেন। এসময় সাধারণ মানুষের কাছে তিনি তার পরিচয় তুলে ধরে বলেন, বর্তমান সরকার জনমানুষের সরকার হিসেবে ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন করে চলেছেন । আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশি হিসেবে দোয়া চেয়ে সরকারের উন্নয়ন অগ্রগতির সঙ্গী হতে চান বলে জানিয়েছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় তরুণ সমাজ সেবক মামুন কবির মিঠু, সহ আওয়ামী যুবলীগের নেতা কর্মী সমর্থকগন। জনসংযোগ শেষে বাজারের মুল ফটকে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের উপর নির্মিত বিশেষ টেলিফিল্ম প্রদর্শন করেন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি