মোঃ নয়ন আলী শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সিরাজগঞ্জ শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের নুনদহ গ্রামের প্রায় চার শতাধিক কৃষক- কৃষাণী ও স্থানীয় জনসাধারণ তাদের কৃষিজমি ও ঘরবাড়ি রক্ষায় মানববন্ধন করেছে। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী। কয়েকদিন আগে গ্রামবাসী আন্দোলন করে বন্ধ করে দিলেও আবারও পাইপ, অবৈধ ড্রেজার নিয়ে এসে চালাতে নিলে অসহায় গ্রামবাসী এ মানববন্ধন করে।
এ সময় মানববন্ধনে উপস্থিত কৃষকেরা বলেন, আমরা শতবছর যাবৎ আমাদের জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করছি। কিন্তু উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতকান্দি গ্রামের সাদেক মোল্লা, খাদেমুল ইসলাম, আলীম মোল্লা ও হাসান আলীসহ প্রভাবশালী একটি চক্রের ছত্রছায়ায় বালুখেকো চক্রটি অবৈধভাবে করতোয়া নদীর পাশে বড় বড় ড্রেজার দিয়ে অবাধে আমাদের রেকর্ডকৃত ফসলী জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। এতে আমরা বাধা দেওয়ায় প্রতিনিয়ত আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। এনিয়ে শাহজাদপুর থানায় অভিযোগ দিয়ে আরও আমরা বিপদে পরেছি। আমরা কারও সহযোগীতা পাচ্ছি না। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, কৃষক মনিরুল ইসলাম, ইউসুফ প্রাং, নাছিম সরকার, হানিফ মোল্লা, হাজী গফুর আলী, আজাদ সরকার, আলাল সরকার, হাওয়া বেগমসহ প্রায় চার শতাধীক কৃষক কৃষাণী।
এবিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন আমি নির্বাচনের কারনে দুই পক্ষকে নিয়ে বসতে পারি নাই। তবে তাদের আমি ভয়ভীতি প্রদর্শন করতে নিষেধ করে এসেছি। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, বিষয়টি আপনার কাছ থেকে জানলাম, দ্রুত কৃষক পরিবারদের আইনগত সহযোগীতা দেওয়া হবে।
এবিষয়ে সহকারী কমিশনার(ভূমি) লিয়াকত সালমান জানান, এবিষয়ে অভিযোগ পেয়েছি। এর আগেও ঐখানে অভিযান চালিয়ে ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। আবার চালালে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি