রবিবার, ০৪ জুন ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
শিবগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই পতিপাদ্য নিয়ে
২৪ মে-২৩ খ্রি. তারিখ সকাল ১০ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ (২২ থেকে ২৮ মে) উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুল হায়াত স্যার আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, জনাব সৈয়দ নজরুল ইসলাম মহোদয়, উপজেলার সকল ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা, গুণীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ভূমিসেবার ডিজিটালাইজেশনের নানাদিক তুলে ধরা হয়।
হয়রানিমুক্ত সেবা গ্রহণে সেবাপ্রত্যাশিদের করণীয় এবং কী কী বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হয় সে-সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।