কালের খবর ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে নবাগত ইনচার্জ(আইসি) হিসেবে যোগদান করেছেন পুলিশের উপ-পরিদর্শক(এসআই) ইহসানুল হাসান। বুধবার (১০ ই মে) সকালে অস্থায়ী এই পুলিশ ক্যাম্পে যোগদান করেন। এর আগে তিনি জেলার বিজয়নগর থানায় কর্মরত ছিলেন। ২০১৪ সালে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদে চাকুরিতে যোগদান করে অদ্য পর্যন্ত কয়েকটি জেলার বিভিন্ন থানায় বেশ সুনামের সাথে চাকুরী করেছেন। এর আগেও তিনি নবীনগর থানার সলিমগঞ্জ ও শিবপুর পুলিশ ক্যাম্পে কর্মরত থেকে যথাযথ কর্তৃপক্ষের দিকনির্দেশনা অনুযায়ী পেশাদারিত্বের সাথে চাকুরী করেন এই চৌকস পুলিশ অফিসার। এসআই ইহসানুল হাসান টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ও এক ছেলে সন্তানের জনক। এই বিষয়ে এসআই ইহসানুল হাসানের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, পুলিশ বাহিনীর সম্মান অক্ষুণ্ণ রেখে আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি