মোঃ ইসমাইল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া, কালের খবর : কুষ্টিয়া তরকারী কাটা বটি দিয়ে শিউলী (৩০) নামে এক স্ত্রীকে প্রকাশ্যে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরের দিকে কুষ্টিয়া শহরের মকছেস সাহী লেন হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায় সকালের দিকে নিহত শিউলীর সাথে স্বামীর পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে ঘরে থাকা তরকারী কাটা বটি দিয়ে তার স্ত্রী শিউলীকে এলোপাথারী কুপিয়ে জখম করে এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার স্ত্রী শিউলী মারা যায়। পরে স্থানীয় টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পরে স্বামী মন্টুকে আটক করে নিয়ে আসে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। আটকের পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন সে সুস্থ এবং হাসপাতাল থেকে নিয়ে আসা হবে বলে জানান তিনি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি