নূর হোসাইন, কালের খবর :
সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন এর পাশাপাশি আগামী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর প্যানেলকে জয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক ঢাকা সিটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মজিবর রহমান । তিনি বলেন - ১৯৯৫ এর অক্টোবরে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ হয়, সেই সময় আজকের প্রধানমন্ত্রী তখন বিরোধীদলীয় নেত্রী ছিলেন, তিনি সেই সমাবেশে প্রধান অতিথির আসন গ্রহণ করেন এবং সেই সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে শাপলা চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়, তখন মুক্তিযোদ্ধারা , ,আমার নেতৃত্বে ১৪৪ ধারা ভঙ্গ করে দুইটি ট্রাক একত্রে করে স্টেজ করে, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্টেজে প্রধান অতিথির বক্তব্যে কেঁদে কেঁদে বলেছিলেন আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আপনাদের পরনে ছেরা লুঙ্গি ছেরা শার্ট থাকবে না , ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পরেই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের ভাগ্যের পরিবর্তন ঘটায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তখন আহাদ চৌধুরীর নেতৃত্বে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়েছিল এরপর মাঝে দুইজন চেয়ারম্যান হয়েছিল কিন্তু তারা কোন মুক্তিযোদ্ধাদের জন্য তেমন কিছুই করতে পারেনি, সেই বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরি আজ আবারও বৃদ্ধ বয়সে এসে মুক্তিযোদ্ধাদের অভিভাবক হতে চায় এই সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান হয়ে এজন্যই তিনি একটি প্যানেল তৈরি করেছেন আগামী মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনের জন্য, এই প্যানেলে মহাসচিব হিসেবে আছে শফিকুল বাহার মজুমদার টিপু , সেই প্যানেলকে জয়ী করার জন্য সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই সিটি কমান্ডার ও কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও বর্তমান সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর ঢাকা উত্তর মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মুজিবর রহমান, পাশাপাশি সকলের প্রতি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তিনি বিশেষ এই সাক্ষাৎকারে বক্তব্য শেষ করেন ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি