ইয়াসিন আরাফাত আশিক, কালের খবর :
আপন ভাইয়ের ধারালো দা এর কুপে আহত হয়েছেন ভাই ভাবি ও ভাইয়ের মেয়েসহ তিনজন। ফসলী জমির উপর দিয়ে পানি ছাড়াতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মসজিদের ইমাম আব্দুল আজিজ ভূইয়া( ৬০) তার স্ত্রী নাজমা আক্তার (৫০) ও বিবাহযোগ্য কন্যা তাইবা আক্তার (১৫) ধারালো দা দিয়ে কুপিয়ে আর লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক আহত করেছে তার আপন সহোদর ভাই সাজিদ আলী ও তার স্ত্রী জাহানারা বেগমকে।
ঘটনাটি ঘটেছে ৩ এপ্রিল ২০২৩ রোজ সোমবার সকাল অনুমান ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে।জানাগেছে আহত মাওলানা আব্দুল আজিজ ভূইয়া কুলিকুন্ডা বাজার মসজিদের ইমাম। আব্দুল আজিজ ভূইয়া ও তার স্ত্রী নাজমা আক্তার সহ প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময়ে আব্দুল আজিজ ঝড়ে জমিতে ভেঙে পড়া গাছের ডালপালা পরিস্কার করছিল। এ সময় সাজেদ আলী আব্দুল আজিজের ফসলী জমির উপর দিয়ে পানি ছেড়ে দেয়।
আব্দুল আজিজ তার জমির ফসল নষ্ট হয়ে যাবে তাই পানি না ছাড়তে বাঁধা দেয়। এতে সাজিদ আলী ক্ষিপ্ত হয়ে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে ঘর থেকে ধারালো দা এনে আব্দুল আজিজের মাথায় কুপ মারে। আব্দুল আজিজের চিৎকারে তার স্ত্রী ও কন্যা দৌড়ে আসলে সাজিদ আলী ও তার স্ত্রী জাহানারা বেগম মিলে তাদের হাতে থাকা লাঠি দিয়ে আব্দুল আজিজের স্ত্রী নাজমা বেগম ও কন্যা তাইবা আক্তার কে মারাত্বক আহত করে। তাদের ডাক চিৎকার শোনে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে উদ্বার করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসে। এ বিষয়ে এখানো কোন আহত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি