নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক(এসআই)মো.গনি মিয়া দ্বিতীয় বারের মতো ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছেন।
এসআই মো.গনি নরসিংদী জেলায় গোয়েন্দা শাখা(ডিবি),তে কর্মরত আছেন।গত ফেব্রুয়ারি মাসে ডিবি নরসিংদী জেলায় কর্মরত থেকে ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে নরসিংদী জেলার মাদকদ্রব্য ও চোরাচালান উদ্ধারকারী অফিসার হিসেবে শ্রেষ্ঠ ডিবি অফিসার মনোনীত হয়।
সোমবার(২৭ শে মার্চ)বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের উপ- মহাপরিদর্শক(ডিআইজি)সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম,এঁর নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
এর আগেও ২০২২ সালের জুন মাসে ডিবি নরসিংদী জেলায় কর্মরত থেকে ঢাকা বিভাগের আওতাধীন ১৩ টি জেলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য এবং মাদক উদ্ধারকারী অফিসার হওয়ায় শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে মনোনীত হয়েছিলেন।
ঐসময় তৎকালীন বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের উপ- মহাপরিদর্শক(ডিআইজি)হাবিবুর রহমান,বিপিএম (বার),পিপিএম(বার) এঁর নিকট হতে পুরস্কার গ্রহণ করেছিলেন।
দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ও পুরস্কার পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে,এসআই মো.গনি মিয়া জানান নরসিংদী জেলার পুলিশ সুপার(এসপি) ও নরসিংদী অফিসার ইনচার্জ ডিবি নরসিংদী স্যার,সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন পেশাগত দায়িত্ব পালনে দ্বিতীয় বারের মতো পুরস্কার পাওয়াটা আসলেই সৌভাগ্যের ব্যপার ও আনন্দের,তাছাড়া আবারো পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আমার আত্নবিশ্বাস ও পেশাগত দায়িত্ব ও কর্তব্য আরো দৃঢ় করবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি