বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০২:৫৭ অপরাহ্ন
মোঃ নয়ন আলী, (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : শাহজাদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে আরও ১৫ ভূমিহীন পরিবার ঘর ও জমি পেলেন। ( ২২ মার্চ) বুধবার সকাল ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আলম , শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা, নরিনা ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সুবিধাভোগী আব্দুল্লাহ ও হোসনে আরা খাতুন প্রমুখ । অনুষ্ঠানে ১৫ ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবেপরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান।