মাটির পুতুল
মেহেদী হাসান রাব্বি
ধর তুমি অাছো
তবু বুকের জমিনে অন্ধকার।
যেমন অমাবস্যা কোথাও অালো নেই।
অামি বসে অাছি তুমিও অাছো
ঘর থেকে বাহিরে, বাহিরে থেকে ঘর।
চাঁদের অালোয় ভরপুর।
এত অালোর মাঝে মাঝে কালো হাহাকার
অামাকে ডাকে অামাকে চায়
অাঙ্গুল দেখিয়ে অামাকে নির্দেশ করে।
তুমি অাছো তবু হাহাকার কেন চাইছে অামায়।
অবাক লাগে ভয় হয়।
তুমি কি অামার নও!!
তোমার প্রানে কি অামি নেই
হাহাকার কি অামার অাপন
হতাশা কি অামার যৌবন।
তুমি শুধুই ছাই,
মিথ্যে তোমার জীবন, তুমি কেবল মাটির পুতুল।।।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি