ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরব হস্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে আলহাজ্ব মো: সোহাগকে আহবায়ক ও আলহাজ্ব আনোয়ার হোসেন বাবুলকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করবেন। এ বিষযে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন,ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরব হস্ত কমিটির আহবায়ক আলহাজ্ব মো: সোহাগ একজন দক্ষ সংগঠক ও সাংবাদিক । তাসৌর নেতৃত্রে সৌদি ছাড়াও ৭টি দেশে কমিটি গঠনের প্রস্তুতি চলছে। আমরা ঢাকা প্রেস ক্লাব কে একটি আন্তজাতিক মানের সাংবাদিক সংগঠনে পরিনত করা চেষ্ঠা করছি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি