সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গলাচিপা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী-আরিফুর রহমান খান। কালের খবর চট্টগ্রাম মহানগর বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘মত বিনিময় সভায়, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। কালের খবর নবীনগরের সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর ঢাকা প্রেস ক্লাবের সৌদি আরবে কমিটি গঠন। কালের খবর। মুরাদনগরে জমকালো আয়োজনে ‘দৈনিক গণ মানুষের আওয়াজ’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কালের খবর বঙ্গবন্ধুর লক্ষ্য বাস্তবায়ন করতে যোগ্য নাগরিক দরকার: আলফাডাঙ্গায় সাবেক আইজিপি শহীদুল হক। কালের খবর নবীনগরের আ.লীগ সভাপতি সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের নির্বাচনী গণসংযোগ ও প্রচারনা শুরু। কালের খবর সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ক্ষেত্রে চালু হলো অপারেশন থিয়েটার। কালের খবর হত্যা-অত্যাচার করে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি : প্রধানমন্ত্রী। কালের খবর চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু, মা আহত। কালের খবর
স্মার্ট নাগরিক গড়তে হলে  আমাদের স্মার্ট শিক্ষা লাগবে : ডা. দিপু মনি। কালের খবর

স্মার্ট নাগরিক গড়তে হলে  আমাদের স্মার্ট শিক্ষা লাগবে : ডা. দিপু মনি। কালের খবর

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি : ছবি-কালের খবর।

আক্তার হোসেন ভুইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, স্মার্ট নাগরিক গড়তে হলে আমাদের স্মার্ট শিক্ষা লাগবে। সেই স্মার্ট শিক্ষা হলো বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষা। একই সঙ্গে মানবিকতার শিক্ষা, সৃজনশীলতার শিক্ষা। আমরা যেমন সাহিত্য পরবো, যেমন নৈতিকতা শিখবো, আমরা যখন আমাদের ইতিহাস জানবো, আমাদের সমাজ সম্পর্কে জানবো, আমরা গনিত শিখবো, একই সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি আমাদেরকে অবশ্যই অবশ্যই শিখতে হবে।
ডা. দীপু মনি এমপি বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, এতে বিশেষ অতিথি ছিলেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবদুর রাজ্জাক, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মো. মোসলেহ উদ্দিন সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, এনডিসি হেলাল উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি আরা তিন্নি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
জানা যায়, ১৯৭০ সালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তৎকালীন উপ-পরিচালক আবদুর রাজ্জাক বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বর্তমানে স্কুলটিতে দেড় হাজার ছাত্র-ছাত্রী অধ্যায়নরত। এ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেক ছাত্র-ছাত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com