সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সাতক্ষীরার খামারিরা। কালের খবর চট্টগ্রামের ইপিজেডে ছুরিকাঘাতে যুবক খুন, ঘটনায় জড়িত মূল হোতাসহ ২জন গ্রেপ্তার। কালের খবর রাজধানী ঢাকা শহরে কোনো ব্যাটারিচালিত রিকশা চলবে না : সড়ক পরিবহনমন্ত্রী। কালের খবর সাতক্ষীরায় দাবিকৃত চাঁদা না পেয়ে ইয়াছিন আলীকে কুপিয়ে জখম। কালের খবর সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধের বালুভর্তি জিও বস্তায় ফাটল। কালের খবর শাহজাহান আবদালীর সংক্ষিপ্ত পরিচিতি। কালের খবর নিম্ন আয়ের মানুষের জন্য আবাসন প্রকল্প নিচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়। কালের খবর মাটিরাঙ্গার অপরাধ আখড়া রাজধানীর অভিজাত এলাকায় ( QD’S ) সিসা লাউঞ্জের নামে চলছে ব্ল্যাকমেইলসহ মাদক বাণিজ্য। কালের খবর গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে
মিরসরাই মেলখুমে ঘুরতে গিয়ে পথ হারালো চার তরুণ, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার। কালের খবর

মিরসরাই মেলখুমে ঘুরতে গিয়ে পথ হারালো চার তরুণ, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার। কালের খবর

মোঃ আশরাফ উদ্দীন, কালের খবর :

তাঁরা চারবন্ধু মিলে কুমিল্লা থেকে ঘুরতে গিয়েছিলেন চট্টগ্রামের মীরশ্বরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিখ্যাত সোনাইপাহাড়ের ম্যালকুম ট্রেইলে। ঘুরতে ঘুরতে অনেক গুলো ছোট বড় পাহাড় পাড়ি দিয়ে, ঝিরিপথে ঘুরে, ঝর্ণা দেখে এক পর্যায়ে পথ হারিয়ে ফেলেন তাঁরা। যে জায়গায় তাঁরা ছিলেন সেখানে মোবাইল নেটওয়ার্ক আসে আর যায়, যে কারণে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন নি তাঁরা। ঘন্টা তিনেক ধরে ঘুরতে ঘুরতে শেষে উপায় না পেয়ে ১৪ মার্চ, ২০২৩ মঙ্গলবার বিকেলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন আদনান সামি (২০) নামে একজন কলার যিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। কলার জানান তাঁরা ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত, তিনি তাঁদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ করেন।

৯৯৯ কলটেকার কনষ্টেবল শায়লা শারমিন কলটি রিসিভ করেছিলেন। কনষ্টেবল শায়লা তাৎক্ষণিকভাবে জোরারগঞ্জ থানায় বিষয়টি জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিস্পাচার এস আই রেজাউল করিম সংশ্লিষ্ট থানা পুলিশ এবং কলারের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল থানা থেকে প্রায় ১৫ কিঃমিঃ দূরত্বে অবস্থিত সোনাইপাহাড়ের ম্যালকুম ট্রেইল থেকে প্রায় দুই ঘন্টা খোঁজাখুঁজি করে চার তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জোরারগঞ্জ থানা পুলিশের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব ইন্সপেক্টর আল মাহমুদ শরীফ ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।

৯৯৯ দেশের যে কোন প্রান্তে চব্বিশ ঘন্টা নাগরিকের জরুরী মুহুর্তে ও প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্ভিস ও এম্ব্যুল্যান্স সেবা প্রদানে বদ্ধপরিকর।

ধন্যবাদান্তে,

আনোয়ার সাত্তার
পুলিশ পরিদর্শক
গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা
জাতীয় জরুরি সেবা ৯৯৯

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com