মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল খাজনার নামে চাঁদাবাজির করছিলেন ।এমন সময় ভিডিও করে ফেইসবুকে ভাইরাল করেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির মানিক। সে অপরাধে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত বুধবার (২৪ জানুয়ারী) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বী গ্রামের কৃষক মোঃ রফিকুল ইসলাম তার বাড়ির ১৪০মন ধান পার্শ্ববর্তী পলাশী গ্রামের ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবুর কাছে বিক্রি করেন। ধান ব্যবসায়ী ১৪০ মন ধান অটোভ্যানে করে বস্তুল বাজারে তাঁর নিজ আরৎতে নিয়ে যাওয়ার সময় পলাশী-কুসুম্বী আঞ্চলিক সড়কের মাঝামাঝিতে পৌছালে বারুহাঁস ইউনিয়নের বিনোদপুর হাটের ইজারাদার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল রাস্তা অবরোধ করে ।
ওই ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবুর নিকট মন প্রতি ২০ টাকা হারে খাজনার নামে চাঁদা দাবি করেন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ধান ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম লাবু জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে তাড়াশ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মো. রন্জু আহম্মেদ ও এ এস আই ওমর ফারুক ঘটনাস্থলে হাজির হন। পরে থানা পুলিশ আটককৃত ধান বোঝাই অটোভ্যান ছেড়ে দেন।
পুলিশের উপস্থিতিতে ওই সময় ঘটনার ভিডিও ধারন করেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক। তাৎক্ষনিক ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়।
এ ঘটনায় প্রেক্ষিতে ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলাল উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ বরাবর অভিযোগ করেন। সেই মোতাবেক উপজেলা ছাত্রলীগ তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে।
খাজনার নামে চাঁদাবাজীর বিষয়ে ৯ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের দুলালের নিকট জানতে চাইলে তিনি জানান, আগের ইজারাদারা গ্রামে গ্রামে গিয়ে খাজনা আদায় করছে। সেই সুবাদে আমিও খাজনা আদায় করি।
ভিডিও ভাইরাল করে আমার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারন সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইকবাল হোসেন রুবেল জানান, বারুহাঁস ইউনিয়নের ৯নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কাদের দুলালের আবেদনের প্রেক্ষিতে তাকে স্বপদ থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আহসান হাবিব খোকা বলেন, রাজশাহীতে দলীয় কর্মসুচি
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি