মোঃ ইসমাঈল হুসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর :
একজন দুখিনী মা সেই রিজিয়া খাতুনের পাশে দাঁড়িয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদকী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের মাঠের মধ্যে মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে পলিথিন, পাটখড়ি আর বাঁশ দিয়ে বানানো খুপড়ি এক ঘরে চরম দুঃখ দুর্দশা আর দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করে আসছিলেন রিজিয়া খাতুন। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে নগদ ১০ হাজার টাকা সহযোগীতা করে পাশে দাঁড়ানোর জন্য নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর প্রতি অশেষ কৃতজ্ঞতা। রিজিয়া খাতুনের স্বপ্ন মৃত্যুর আগে ছেলেকে নিয়ে নিজের ঘরে থাকার। আশা সকলের সহযোগীতায় খুব শীঘ্রই থাকার একটি ঘর হবে। পূরণ হবে এই দুখিনী মায়ের স্বপ্ন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি