শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:২২ পূর্বাহ্ন
আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৮.৩০ মিনিটে সখীপুর – সীডস্টোর সড়কের পাথারপুর চৌরাস্তার জনতা স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতরা গজারিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঘটনাসূত্রে জানা যায়, আজ সকাল ৮.৩০ মিনিটের দিকে গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের নিহত মাসুদ(২৮) ও তার ভাগ্নে নিহত সাকিব (২০) সাথে নিয়ে মোটরসাইকেলে করে বাটাজোড় বাজারে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। যাওয়ার পথে পাথারপুর পুরাতন বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই মামা ভাগ্নে নিহত হয়।
প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম বলেন, বাটাজোর থেকে সখীপুরগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তারা নিহত হয়। তিনি আরও বলেন ট্রাক ও মোটরসাইকেলের গতি বেশি থাকায় এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং নিহত দুইজনই আমার ওয়ার্ডের বাসিন্দা
সখীপুর থানার উপ পরিদর্শক( এসআই) মো.মনিরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।