কালের খবর ডেস্ক :
৯২ বছরের ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন অনবদ্য ফাইনাল ফুটবল বিশ্ব আগে কখনো দেখেছে কিনা কে জানে! কাতারের লুসাইল স্টেডিয়ামে ফ্রান্স-আর্জেন্টিনার শিরোপ নির্ধারণী লড়াইটি পরতে পরতে ছিল রোমাঞ্চে ঠাসা! নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট দুই দল লড়েছে সমানে সমান। একদল এগিয়ে গেলে, মুহূর্তেই দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচে ফেরে অন্য দল। ৩-৩ এর সমতায় শেষ ম্যাচ বিজয়ী নির্ধারণে গড়ায় টাইব্রেকারে। সেখানে ফ্রান্সকে ৪-২ ব্যবাধানে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা। ফুটবলের মহতারকা মেসি শিরোপা জেতার স্বাদ নিয়ে ইতি টানতে পারলেন দেড় যুগের বর্ণাঢ্য ক্যারিয়ার। অন্যদিকে দুর্দান্ত এক হ্যাট্রিক করেও টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারলেন না কিলিয়ান এমাবাপে।
বিস্তারিত আসছে.......
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি