বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের দুই সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটি গঠনের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি করা হয়েছে।
বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হােসেনকে আহ্বায়ক এবং বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গণি চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গত ১৮ অক্টোবর সংগঠনের নেতাদের এক সভায় মিলিত হন। ওই সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। তারই ধারাবাহিকতায় গত ২৭ অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে এই আহ্বায়ক কমিটি অনুমােদন দেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি