শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ন
বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ওরফে শুক্কর আলীকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হচ্ছে।
মোঃ আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের চাপৈর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া ওরফে শুক্কর আলী(৮০)কে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি বুন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে ঢাকার এক ক্লিনিকে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহে…….. রাজেউন) মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ছেলে ৩মেয়ে নাতী নাতনী আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজসেবা অফিসার মো: কবির আহাম্মদের নেতৃত্বে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি চৌকশ দল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করার পর নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।