সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন
যশোর প্রতিনিধি, কালের খবর :
বেনাপোল পোর্ট থানার দৌলতপুর ও শার্শা উপজেলার অগ্রভূলাট সীমান্ত এলাকায় শুক্রবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তিনটি বিদেশি নাইন এমএম পিস্তল, চারটি ওয়ান শুটার গান পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এসময় অস্ত্র রাখার অভিযোগে এক জনকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম সম্রাট হোসেন (২৭)। সে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ও রাতে বিজিবি’র পৃথক দুটি দল পৃথকভাবে অভিযান চালিয়ে ৭টি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশী নাইন এমএম পিস্তল, দুটি ওয়ান শুটার গান পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ সরাটকে আটক করা হয়। এছাড়া শার্শা থানার অগ্রভূলাট সীমান্তে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, দুটি ওয়াান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানায় ও শার্শা থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।