সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া যশোর, কালের খবর ঃ
মিজানুর রহমান গাজী, যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মরহুম ওমর আলী গাজীর পুত্র। এলাকার ছোটবড় সব মানুষের কাছে তিনি অতি পরিচিত ব্যাক্তি । একজন সমাজ সেবক হিসেবে ও তার যথেষ্ট সম্মান রয়েছে এলাকা জুড়ে। তিনি একজন ক্রীড়া সংগঠকও বটে। এতকিছুর পরেও তিনি জীবিকা নির্বাহ করেন কৃষি কাজের মাধ্যমে। তার উপার্জনের প্রধান মাধ্যম চাষাবাদ। এই হিসাবে তিনি এলাকার মানুষের কাছে একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত। বছরের সব মৌসুমে তিনি কোন না কোন চাষাবাদের সাথে যুক্ত থাকেন। সম্প্রতি গত ২৬ আগস্ট মিজানুর রহমান গাজীর চাষাবাদের খোঁজ খবর নিতে তার ক্ষেতে গিয়ে দেখা যায়, বর্তমানে তিনি বেগুন সহ বেশকিছু তরকারি জাতীয় ফসলের চাষাবাদের সাথে যুক্ত আছেন । এসময় তার সাথে কথা বলে জানা যায়, এবছর তিনি অন্যান্যে ফসলের পাশাপাশি বেগুন চাষে হিমশিম খাচ্ছেন। তার বেগুন ক্ষেতের গাছে এখন পুরো ফলনের সময় কিন্তু হঠাৎ করে তার ক্ষেতের গাছগুলোর পাতা মুচড়ে শক্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে তিনি অনেকটাই হতাশাগ্রস্থ হয়ে পড়ছেন। কারণ ৩৬ শতাংশ জমিতে বেগুন চাষে ইতোমধ্যে তার যে পরিমাণ খরচ হয়েছে তা হয়তো উঠবে না । ফলে তিনি ক্ষতির মূখে পড়বেন বলে মতব্যাক্ত করেন । মিজানুর রহমান বলেন, বেগুন গাছের সম্প্রতি এই পাতা মোড়ানো রোগের জন্য ইতোমধ্যে তিনি অনেক রকম বালাই নাশক ব্যাবহার করেছেন, কিন্তু তাতে আশানুরুপ ফল পাওয়া যাচ্ছে না । এবিষয়ে তিনি অভিজ্ঞদের নিকট থেকে পরামর্শ ও গ্রহণ করেছেন। তবে তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে - দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তাদের উচিৎ এলাকার কৃষক এবং ফসলের মাঠের খোঁজ খবর নিয়ে তাদের কে সুপরামর্শের মাধ্যমে সহযোগিতা করা, যাতে করে কৃষক মহল উপকৃত হতে পারে ।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি