রবিবার, ১২ মে ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গ্যাস সরকারি, বিল যাচ্ছে দালালের পকেটে মুরাদনগরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু। কালের খবর কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর
আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই যশোরের অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে। কালের খবর

আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই যশোরের অধিকাংশ হাসপাতাল ও ক্লিনিকে। কালের খবর

আবেদ হোসাইন, যশোর সিটি প্রতিনিধি, কালের খবর:

যশোর জেলা স্বাস্থ্য বিভাগসহ বেসরকারি ক্লিনিকগুলোতে নেই পর্যাপ্ত পরিমাণে অগ্নিনির্বাপক ও দক্ষ জনবল। যে দু’একটি প্রতিষ্ঠানে এই সুবিধা রয়েছে তাও নিম্নমানের। এ ছাড়াও সেগুলো বছরের পর বছর পরীক্ষা করা হয় না। ফলে বলা যায়, জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের আগুন নেভানোর ব্যবস্থা নেই ।
যশোর শহরের সরকারি হাসপাতাল, সিভিল সার্জন অফিস এবং ক্লিনিক ঘুরে দেখা গেছে, যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ, সিভিল সার্জন অফিস, শহরের ল্যাবস্ক্যান, ঝর্ণা ক্লিনিক, জনতা, কুইন্স, দড়াটানা, একতা ও কিংস হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিনির্বাপক বলতে আছে হ্যান্ড স্প্রে সিলিন্ডার। শহরের নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হতে পরিচালিত যশোরের ল্যাব এইড, ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোতে ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেকটর ও হোস পাইপসহ উন্নত মেশিনারিজ থাকলেও তাদের নেই দক্ষকর্মী।

জেলা সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, যশোর জেনারেল হাসপাতাল, মেডিকেল কলেজ, সিভিল সার্জন অফিস, বক্ষব্যাধি হাসপাতাল ও আট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ যশোর জেলায় মোট ২শ ৮৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু রয়েছে। এই সকল প্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রতিষ্ঠান বাদে হাতে গোনা ১০/১১টি প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে। বাকি গুলোতে কোনো ব্যবস্থা নেই, নেই কোনো অগ্নিনির্বাপক স্প্রে সিলিন্ডার।

ঢাকা হতে পরিচালিত যশোরের ইবনে সিনা হসপিটাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেকটর ও হোসপাইপ উন্নত মেশিনারিজ ও প্রশিক্ষিত দক্ষকর্মী আছে। প্রতিবছর তাদেরকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দিকনির্দেশনা দিয়ে থাকেন।

যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, জেলার সকল সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দ্রুত আগুন নেভানোর কর্মী নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com