জানা যায়, গত ১৫ আগষ্ট সোমবার বিভিন্ন দেশের সাংবাদিকগণ হিমালয় এয়ারলাইন্সের বিমানে করে নেপালের কাঠমান্ডুতে পৌঁছান। আন্তর্জাতিক এ সম্মেলনে সাংবাদিকদের যোগদানের মাধ্যমে মঙ্গলবার
সকাল থেকে শুরু হয় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, দৈনিক কালের খবরের সম্পাদক সাংবাদিক এম আই ফারুক আহমেদ।
এবিষয়ে সাংবাদিক এম আই ফারুক বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক সমস্যা প্রকট আকার ধারন করেছে। যার ফলে বাংলাদেশেই সবচে বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমন সম্মেলন আয়োজন করার জন্য তিনি জলবায়ু সম্মেলন আয়োজক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরো জানান, এ বৈশ্বিক সমস্যা নিরসনের লক্ষ্যে বাংলাদেশর মত উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। উক্ত সম্মেলনে বিশ্বের প্রায় ৬০টি দেশের সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি হিসেবে, বাংলাদেশের বিষয়টি সম্মেলনে গুরুত্বসহকারে তুলে ধরেছি। আমার মত অন্যান্য দেশের সাংবাদিকরা ও তাদের নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন। তিনি আরও বলেন, আমি যেন বাংলাদেশের সাংবাদিক প্রতিনিধি হিসেবে সফলভাবে ও দেশের সুনাম রক্ষা করে সম্মেলন শেষ করে দেশে ফিরতে পারি, এই জন্য সকল সহকর্মী সাংবাদিক মহলসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি