বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ব্রয়লারের চেয়ে চাহিদা বেশি বাউ মুরগির, খুশি খামারিরা নবীনগরে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু। কালের খবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ। অটো মালিক, শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর মুরাদনগরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইমাম ও মোয়ােজ্জম নিয়ে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল। কালের খবর সম্পত্তির লোভে পিতাহারা অবুঝ সন্তানের সাথে মায়ের পাশবিক নির্যাতনের বর্ণনা। কালের খবর যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেছে ফায়ার সার্ভিস। কালের খবর ডেমরায় সাংবাদিকদের মিলনমেলা। কালের খবর মুরাদনগরে জাতীয় দিবস গুলোতে ফুল দেয় না উপজেলা আওয়ামী লীগ। কালের খবর
শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত। কালের খবর

শাহজাদপুরে বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত। কালের খবর

মোঃ নয়ন আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : শাহজাদপুরে নানা কর্মসূচী আর বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ৮টায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল শোয়া ৯ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাহজাদপুর উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, শাহজাদপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণি পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‌্যালি বের হয়ে রবীন্দ্র কাছারিবাড়ি গিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ ও শোক র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপাজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম, বিপ্লবী সাধারন সম্পাদক এ্যাড. এসএ হামিদ লাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক ড. সাজ্জাদ হায়দার লিটন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী, ইউএনও তরিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি উপাধ্যাক্ষ রফিকুল ইসলাম বাবলা, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, পুলিম পরিদর্শক মইনুল ইসলাম ও আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাংগঠনিক সম্পাদক নোমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক প্রমূখ। এছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রাণনাথপুর বারোয়ারী কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারের আয়োজনে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. এসএ হামিদ লাবলু ও বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুর রহিমকে। এছাড়া, শাহজাদপুর পৌর এলাকার সকল ওয়ার্ড ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা শোক কর্মসূচী পালিত হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com