বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর সড়ক প্রশস্তকরণের কাজে অনিয়মের মহোৎসব। কালের খবর ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আইন শৃঙ্খলা ও কিশোর গ্যাং প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর শাহজাদপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে উড়ে গেল সি লাইন বাসের ছাদ, ১জন নিহত। কালের খবর সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণার আত্মহত্যা। কালের খবর
নবীনগর পৌরসভায় সুবিধা বঞ্চিত মুসলিম পরিবার গুলো, দেখার যেন কেউ নেই। কালের খবর

নবীনগর পৌরসভায় সুবিধা বঞ্চিত মুসলিম পরিবার গুলো, দেখার যেন কেউ নেই। কালের খবর

নবীনগর ( ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা সরকারি খাতায় প্রথম শ্রেণির থাকলেও বাস্তব চিত্র কোন শ্রেণীতেই পড়ে না এমনটাই দাবি পৌর এলাকায় বসবাস করা সাধারণ মানুষের। এরই মধ্যে আবার সংখ্যায় বেশি হয়েও সুবিধা বঞ্চিত মুসলিম পরিবারগুলো।

সরজমিনে গিয়ে দেখা যায় পৌরসভার ০৭ ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম পাড়া হিন্দু পাল সম্প্রদায়ের ৩ টি পরিবারের জন্য রয়েছে বস্তি উন্নয়নের জন্য করা সরকারি পাকা রাস্তা আর সেই একই জায়গা ৩০/৪০ টি মুসলিম পরিবারের জন্য নেই কোন চলাচলের রাস্তা।

এবিষয়ে মুসলিম সম্প্রদায়ের ঐ এলাকার স্থানীয় বাসিন্দা নাসির খান বলেন, আমরা দীর্ঘদিন ধরে পৌরসভার ভ্যাট-টেক্স দিয়ে আসলেও চলাচলের রাস্তা থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে আমরা সুবিধা বঞ্চিত। স্থানীয় ওয়াড কাউন্সিলের কোন আগ্রহই নেই আমাদের ৩০/৪০ টি মুসলিম পরিবারের জন্য। এছাড়া আমার বাড়ির সীমানা ঘেঁষা ১০ হাত দূর বস্তি উন্নয়নের পাকা রাস্তা রয়েছে যা দিয়ে হিন্দু পরিবারের লোকজন সহজেই আরাম-আয়েশে চলাচল করছে আর আমরা কাঁদা দিয়ে রাস্তা বিহীন চলাচল করছি।আমি আমার জায়গা থেকে রাস্তার জায়গা ছাড়তে রাজি থাকা সত্ত্বেও বস্তি উন্নয়নের রাস্তাটি আমার জায়গা পর্যন্ত সংযোগ করেনি।এটা সংযোগ হলে এপাড়ায় বসবাস করা সকল মুসলিম পরিবারগুলো সুন্দর ভাবে চলাচল করতে পারত।

রাস্তা বিহীন আরেক মুসলিম পরিবারের সদস্য গণমাধ্যমকর্মী বাবুল জানান,সত্যি দুঃখজনক আমরা সংখ্যায় বেশি হয়েও আজ সুবিধা বঞ্চিত, এর একমাত্র কারণ স্থানীয় ওয়াড কাউন্সিলর দাউদ আলম শ্যামলের গাফিলতি। তিনি সরকারি খরচে ৩ টি হিন্দু পরিবারের জন্য বস্তি উন্নয়নের পাকা রাস্তা করে দিলেই মুসলিম পরিবারের জন্য রাখেনি কোন চলাচলের রাস্তা। সম্প্রতি আমরা সবাই মনে করে ছিলাম ১০ হাত জায়গা আলোচনা সাপেক্ষে হিন্দু ৩টি পরিবারের জন্য করা বস্তি উন্নয়ন রাস্তার সাথে সংযোগ করে দিলে আমরা ৩০/৪০ টি মুসলিম পরিবারের ছেলেমেয়েরা স্কুল/কলেজে এবং অসুস্থ ও বয়স্কদের চলাচলে সুবিধা হবে, কিন্তু তা হয়েছে উল্টো ঐ জায়গাটুকু কৌশলে দেয়াল তৈরি করে ফেলতেছে হিন্দু পরিবারের লোকজন। দীর্ঘদিন পূর্বে স্থানীয় ওয়াড কাউন্সিলের সাথে বললে তিনি বলেন হিন্দুরা একটা আবরার মধ্যে আছে এজন্য এইরাস্তায় সংযোগ দিয়ে মুসলমানদের চলাচলের জন্য উমুক্ত করতে চান না,অন্য দিক দিয়ে রাস্তা করে দেয়ার আস্বস্ত করেন। আমরা এর একটা সুষ্ঠু সমাধান চাই।

এবিষয়ে নবীনগর পৌরসভার ০৭ নং ওয়াডের কাউন্সিলর দাউদ আলম শ্যামল বলেন,আমি জনপ্রতিনিধি সদা রাস্তা করে দিতে প্রস্তুত, কিন্তু জায়গার মালিকরা রাস্তার জন্য জায়গা না ছাড়লে আমি কি করে রাস্তা করে দিব।

এবিষয়ে গনমাধ্যমকর্মীরা নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোন ধরেননি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com