চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বুধবার সকালে সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে বাজার অভিযান পরিচালনা করে। অভিযানে ডিঙ্গেদহ বাজারে মিষ্টি ফুড নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে ওই প্রতিষ্ঠানে মালিক মতিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই বাজারে মিষ্টান্ন দ্রব্য বিক্রির প্রতিষ্ঠান কাশেম এন্ড সন্স-এ অভিযান চালিয়ে ওজনে কারচুপির অপরাধে প্রতিষ্ঠানের মালিক কাজি আমিনুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মোহা: সজল আহম্মেদ।
দুটি প্রতিষ্ঠানের মালিকই জরিমানার টাকা অভিযান চলাকালে পরিশোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন কনজুমান এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর ও চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সহ-সভাপতি মঞ্জুরুল আলম লার্জ।
কালের খবর/১৪/২/১৮
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি