মোঃ শহিদুল ইসলাম, কালের খবর :
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল মতিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ'র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন তিনি খুলনার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের নক্ষত্র ছিলেন। বেতারের নিয়মিত শিল্পী ছিলেন, নাট্য পরিচালক কবিতা আবৃত্তিসহ একজন ভালো সংগঠক ছিলেন। মহান আল্লাহ্র নিকট মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি