শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
আক্তার হোসেন ভুইয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, নারায়নগঞ্জে’র অতিরিক্ত জেলা প্রশাসক রহিমা আক্তার।
বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হাসানুর রহমান মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুল হুদা।
বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর মাওলানা হাসান আহম্মেদ।
বক্তব্য রাখেন, সাউথইস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আবু তাহের, রামচন্দ্রপুর উত্তর ইউপি চেয়ারম্যান ইকবাল সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ইউপি সদস্য সাদেক হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, সহ-সভাপতি জাকারিয়া সরকার ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল-আমীন সরকার প্রমূখ।