শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর)থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে ইউনিফর্ম ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি বিতরণ করা হয়েছে। গত সোমবার (২৩ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার-মহল্লাদারদের (গ্রাম পুলিশ) জন্য বরাদ্দকৃত ও প্রেরিত ইউনিফর্ম, জুতো, বেল্ট, ব্যাজ ও অন্যান্য ব্যবহার্য দ্রব্যাদি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন। এ ব্যাপারে ইউএনও মো. রেজাউল করিম বলেন, নতুন এ পোশাক ও সজ্জা সংশ্লিষ্টদের মাঝে কর্মে নবউদ্যম ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।