মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
মাদারীপুর থেকে রুবেল মাহমুদ, কালের খবর : মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকের হাট বন্দরের শংকরদী পাড়ে ট্রলার ঘাটে ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে ২০মে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোতালেব মিয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্ষেত মুজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজৈর উপজেলার শ্রমিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ। উক্ত আলোচনা মাধ্যমে ভূমিহীন,কৃষক,মজুদের সঠিক অধিকার দেওয়ার জন্য তাগিদ দেন।এই অনুষ্ঠানে যোগদান বীর মুক্তিযোদ্ধা কাওছার, সুলতান মাহমুদ। উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সংস্থার সভাপতি ও নমানবাধিকার কর্মী প্রমুখ।